সুনামগঞ্জে ৩০ কেজি বিক্রি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় সহকারী কমিশনার (ভূমি) আরিফ আদনান সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকা থেকে ঐ মাছ জব্দ করেন।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাছ ব্যবসায়ী মাছ রেখে পালিয়ে যায়। পরে জব্দকৃত মাছগুলো মাটিতে পুতে ফেলা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আরিফ আদনান জানান, সকালে ষোলঘর বাজারে নিষিদ্ধ রাক্ষুসে মাছ পিরানহা বিক্রির উদ্দেশ্যে আনার তথ্য পাই আমরা পরে অভিযান চালিয়ে মাছ আটক করা হয়। আমরা মাছ গুলোকে লবণ দিয়ে মাটির নিচে পুতে দিয়েছি।
Leave a Reply