সিলেটের মহানগর ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি সামসুল ইসলামের বাড়িতে হামলা করেছে ছাত্রদল ও শিবিরের কর্মীরা। এ সময় তারা সামসুলের বাড়িঘর ভাঙচুর করে ও পরিবারের সদস্যদের সাথে অশোভন আচরণ করে। গতকাল বিকালের দিকে এই ঘটনা ঘটে।
গতকাল (০১ নভেম্বর ২০২৪ ইংরেজি) রোজ শুক্রবার ছাত্রদল ও শিবিরের কর্মীরা সামসুল ইসলামের বাড়িতে অতর্কিত হামলা করে। এ সময় তার মা আনোয়ারা বেগম তাদের আক্রমণে সামান্য আঘাতপ্রাপ্ত হন। তারা ছাত্রলীগ নেতা সামসুল ইসলামকে হত্যা করার জন্য তার বাড়িতে হামলা করেছিলো। সামসুলের মা তাদেরকে জানান বিগত ২৬ আগস্ট ২০২৪ ইংরেজি তারিখে তার পুত্র সামসুল ইসলাম ইংল্যান্ডে পাড়ি জমিয়েছে। এটা শুনে তারা আরো ক্ষেপে যায়। অতঃপর তারা সামসুলের মাকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে বাড়ি থেকে চলে যায়।
এই ঘটনায় বাদী হয়ে সামসুলের মা আনোয়ারা বেগম কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জি.ডি. এন্ট্রি) করেছেন। তিনি এই ঘটনায় তাদের জান মালের নিরাপত্তা নিয়ে শংকায় আছেন। গণ্যমাধ্যমকে তিনি জানিয়েছেন শীঘ্রই হামলাকারীদের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করবেন।
Leave a Reply