বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাজ্য শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে আজ (২১ অক্টোবর ২০২৪) স্থানীয় সময় ৪ ঘটিকার সময় এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি স্বাধীন ছাত্রসংগঠন। জন্মলগ্ন থেকেই একটি স্বাধীন ছাত্রসংগঠনের চারিত্রিক ঐতিহ্য বহন করে আসছে এই সংগঠনটি। বাংলাদেশের জন্মের সঙ্গে রয়েছে উপমহাদেশের অন্যতম প্রাচীন এই ছাত্রসংগঠনের সম্পৃক্ততা। বিগত কয়েক যুগ থেকে দেশের রাজনৈতিক নেতৃত্ব তৈরির কারখানা হিসেবে ভূমিকা রেখে আসছে এই সংগঠনটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সহসম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা প্রশান্ত বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হীমু, যুক্তরাজ্য ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক এম এ হাশেম, ছাত্রলীগ নেতা নাফিউর রাজা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ, সহসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুবলীগ সভাপতি ফখরুল ইসলাম মধু, সহসাধারণ সম্পাদক জামাল খান প্রমুখ।
সাবেক ছাত্রলীগ নেতা প্রশান্ত বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগ নেতা নাফিউর রাজা। অনুষ্ঠানে যুক্তরাজ্য ছাত্রলীগের নেতৃবৃন্দকে নেতাকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।
Leave a Reply