ইউএই প্রতিনিধিঃ
বাংলাদেশের সাংবাদিকদের তীর্থ স্থান জাতীয় প্রেসক্লাব, ১৯৫৪ সালে ২০ শে অক্টোবর প্রতিষ্ঠিত হয়। এ সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর নেতৃত্বে এসেছেন অসংখ্য প্রথিতযশা সাংবাদিক। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে অনেক আন্দোলন সংগ্রামের সাক্ষী হয়ে আছে এই জাতীয় প্রেসক্লাব।সাংবাদিকদের এই সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে গত ৩১ শে ডিসেম্বর। এবারও পুনরায় নির্বাচিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক ফরিদা ইয়াসমিন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খ্যাতনামা সাংবাদিক শ্যামল দত্ত।এই নতুন নেতৃত্ব কে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ প্রেসক্লাব ইউ এ ই,ইতি মধ্যে বিবৃতি প্রদান করেছেন। ১৬ জানুয়ারি সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের প্রেসিডেন্টের কার্যালয়ে নব,নির্বাচিত কমিটিকে বাংলাদেশ প্রেসক্লাব ইউ এ ই,র সকল কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সাধারণ সদস্যদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ প্রেসক্লাব ইউ এর প্রেসিডেন্ট শিবলী আল সাদিক। এই সময়ে ইউ এ ই প্রেসক্লাবের অভিনন্দন বার্তা জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে পৌঁছে দেয়া হয়।
অভিনন্দন জানানো ইউ এ ই বাংলাদেশ প্রেস ক্লাবের বাকি কর্মকর্তা ও সদস্যরা হলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি কামরুল হাসান জনি, সিনিয়র সহ সভাপতি মামুন রশিদ, সহ-সভাপতি মু্হাম্মদ মোরশেদুল আলম, যুগ্ন সম্পাদক মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ শাহীন, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, প্রচার সম্পাদক মুহাম্মদ শাহ জাহান, প্রকাশনা সম্পাদক ইসতিয়াক আসিফ, দপ্তর সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য সৈয়দ খোরশেদ আলম, সাফায়েত উল্লাহ, সদস্য উসমান চৌধুরী, জাসেদুল ইসলাম, ইরফানুল ইসলাম, মুহাম্মদ নৌশের আলম সুমন, আরিফ সিকদার বাপ্পী, মুহাম্মদ রবিউল হুসাইন নাহিদ, মামুন মাহিন, মুহাম্মদ আশরাফুল ইসলাম, মুহাম্মদ ইমদাদুল হক, মুহাম্মদ নিয়াজ, মুহাম্মদ সাজন আহমেদ সাজু, কে এ সৌরভ খাঁন, ইয়াসিন মাহমুদ প্রমুখ।
Leave a Reply