সিলেটের জেলা ছাত্রলীগের কার্যকরী পরিষদের সদস্য রাফাত আমীনের বাড়িতে হামলা করেছে ছাত্রদল ও শিবিরের কমীর্রা। এ সময় তারা তার বাড়িঘর ভাঙচুর করে ও পরিবারের সদস্যদের সাথে অশোভন আচরণ করে। গতকাল বিকালের দিকে এই ঘটনা ঘটে।
গতকাল (০৪ সেপ্টেম্বর ২০২৪ ইংরেজি) রোজ বুধবার ছাত্রদল ও শিবিরের কমীর্রা রাফাত আমীনের বাড়িতে অতর্কিত হামলা করে। এ সময় তার মা সায়রা বেগম তাদের আক্রমণে সামান্য আঘাতপ্রাপ্ত হন। তারা ছাত্রলীগ নেতা রাফাত আমীনকে হত্যা করার জন্য তার বাড়িতে হামলা করেছিলো। রাফাতের মা তাদেরকে জানান সে কোথায় থাকে তারা জানেন না। এটা শুনে তারা আরো ক্ষেপে যায়। অতঃপর তারা পরিবারের সদস্যদেরকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে বাড়ি থেকে চলে যায়।
এই ঘটনায় বাদী হয়ে রাফাতের মা সায়রা বেগম জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জি.ডি. এন্ট্রি) করেছেন। তিনি এই ঘটনায় তাদের জান মালের নিরাপত্তা নিয়ে শংকায় আছেন। গণ্যমাধ্যমকে তিনি জানিয়েছেন শীঘ্রই হামলাকারীদের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করবেন।
Leave a Reply