সিলেট বিভাগে নতুন করে আরো ৫২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার সিলেটের দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এছাড়া অ্যান্টিজেন পরীক্ষায় আরও একজনকে শনাক্ত করা হয়েছে।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বলেন, ‘শুক্রবার ৪ জনের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এর মধ্যে ১ জনের করোনা শনাক্ত হয়।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে শুক্রবারে ১৬৬টি নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। এর মধ্যে সিলেট জেলার ২৬ জন, সুনামগঞ্জের ৭ জন এবং হবিগঞ্জ জেলার ৮ জন রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘শুক্রবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা।
Leave a Reply