অবশেষে সিলেট থেকে লন্ডনে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। আগামী ৪ অক্টোবর সরাসরি ফ্লাইট সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইউকে ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট (ডিএফটি) অনুমোদন লাভের পর বেবিচক কর্র্তৃপক্ষ ৪ অক্টোবর সিলেট-লন্ডন রুটে সরাসরি ফ্লাইট চালুর অনুমতি দেয়। ডিএফটি’র পক্ষ থেকে বৃহস্পতিবার এ বিষয়ে মৌখিক অনুমোদন দেয়া হয় বলে জানান বেবিচক চেয়ারম্যান।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক চৌধুরী জানান, আগামী ৪ অক্টোবর বিমানের নির্ধারিত ফ্লাইট রয়েছে। সরকার থেকে নির্দেশনা পাবার পর এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানান তিনি।
বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানান, লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট চালু উপলক্ষে ৪ অক্টোবর সকাল ৯টায় বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সিলেট অঞ্চলের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ বিমানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
Leave a Reply