‘ঐক্য ন্যায় ও সততার সাথে, এগিয়ে চলি একসাথে’-এ শ্লোগানকে সামনে রেখে জকিগঞ্জের সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে কাজ করার পাশাপাশি সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে বর্ষপূর্তি উপলক্ষে ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিত হয়েছে জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান।
এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধ্যায় ব্রাজিলের স্থানীয় সাও পাওলো শহরের একটি হলরুমে দোয়া, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করেন সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনায় অংশ নিয়ে অতিথিগণ জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের সকল কার্য্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা জাকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের মত আরো সংগঠন পুরো সিলেট জেলায় এমনকি বাংলাদেশে জন্ম নিক, সত্যিকারের সমাজ সেবায় ঝাপিয়ে পড়ূক এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
ব্রাজিল প্রবাসী সংগঠনের সাধারণ সম্পাদক লায়েছ আহমদ মিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশী কমিউনিটি মসজিদের সভাপতি আব্দুস সাত্তার, জকিগঞ্জ এসোসিয়েশন অফ ব্রাজিলের উপদেষ্টা কামাল আহমদ, জালালাবাদ এসোসিয়েশন অফ ব্রাজিলের সহ-সভাপতি জুবের আহমদ, সাধারন সম্পাদক মক্তার হুসেন, বাংলাদেশী কমিউনিটি মসজিদের ইমাম মাওলানা শোয়াইব আহমদ, ইসলামিক ফোরাম অফ ব্রাজিলের সাধারণ সম্পাদক জালাল আহমদ, বাংলাদেশী কমিউনিটি মসজিদের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, সহ-সাধারন সম্পাদক হারুনুর রশীদ, জালালাবাদ এসোসিয়েশন অফ ব্রাজিলের সহ-সাধারণ সম্পাদক ও বিয়ানীবাজার জনকল্যান সমিতির নেতা রুহেল আহমদ, জালালাবাদ এসোসিয়েশন অফ ব্রাজিলের সহকারী যুগ্ম সম্পাদক আমির হুসেন, প্রচার সম্পাদক জামিল আহমদ লস্কর, গোলাপগঞ্জ এসোসিয়েশন অফ ব্রাজিলের কার্যকরী পরিষদের সদস্য ছাদিকুর রহমান রাসেল।
এসোসিয়েশনের দপ্তর সম্পাদক জয়নাল আবদীন এবং তথ্য ও গবেষনা সম্পাদক মোরশেদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ এসোসিয়েশন অফ ব্রাজিলের সহ-সভাপতি শামীম আহমদ, জালালাবাদ এসোসিয়েশন অফ ব্রাজিলের ক্রীড়া সম্পাদক খালেদ আহমদ, সদস্য রাজু খন্দকার, কামিল আহমদ, সাজেল আহমদ, আল আমিন, সংগঠনের সহ- নারী, শিশু ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক আব্দুল হাসিব শিবলু, সদস্য শাহরিয়া রহমান শামীম, আমিন রাজু, কাজী আবুল হুসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনামুল হক তৌসিফ, গ্রাফিকা আজিয়ার সত্তাধিকারী ফয়জুল হক ফয়েজ,জাফরুল ইসলাম, এবাদুর রহমান তাপাদার, মাজেদ আহমদ প্রমুখ।
Leave a Reply