পাকিস্তানের পেশওয়ারের দীর কলোনিতে একটি মাদ্রাসায় বিস্ফোরণে সাত জন নিহত হয়েছেন। আহত হন আরও ৭০ জনের বেশি। হতাহতদের অধিকাংশই শিক্ষার্থী।
বিবিসি ও ডনের খবরে এমন তথ্য পাওয়া গেছে। স্থানীয় জ্যেষ্ঠ পুলিশ সুপার মানসুর আমান বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে এটি ঘরে তৈরি বোমা ছিল বলে ধারণা করা হচ্ছে। এতে পাঁচ কেজি ওজনের বিস্ফোরক ছিল।
প্রমাণ সংগ্রহ করতে ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে জানিয়ে তিনি বলেন, একটি মাদ্রাসায় কোরআনের ক্লাস চলার সময় বিস্ফোরণ ঘটে। কেউ ব্যাগে করে বোমাটি ভেতরে রেখে এসেছিল।
হতাহতদের মধ্যে শিক্ষকও আছেন বলে আরেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী গান্ধাপুর জানিয়েছেন।
লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম বলেন, সাতটি মরদেহ ও ৭০ আহত ব্যক্তিকে এখানে নিয়ে আসা হয়েছে। আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেয়া হচ্ছে।
‘এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তদন্ত শুরু হয়েছে।’
সাম্প্রতিক বছরগুলোতে তালেবান বিদ্রোহে সবচেয়ে সহিংসতাপ্রবণ এলাকা ছিল আফগানিস্তান সীমান্তবর্তী পেশওয়ার অঞ্চল।
Leave a Reply