সিলেটের বিশ্বনাথ উপজেলার কাহিরঘাট মিসবাহুল উলুম দাখিল মাদরাসার নৈশপ্রহরী আবদুল মতিন খান হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঘটনায় সংশ্লিষ্টতা না থাকায় মামলার অপর তিন আসামিকে খালাস দেয়া হয়।
সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান ভূঁইয়া এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তর নাম মোফাজ্জল হোসেন। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের কাহিরঘাট গ্রামের মুসলিম আলীর ছেলে। মামলা থেকে বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন, তারেক আহমদ দোলন, সুন্দর আলী ও সুরুজ আলী।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৯ জুন রাতে দায়িত্বরত অবস্থায় কাহিরঘাট মিসবাহুল উলুম দাখিল মাদরাসার নৈশপ্রহরী আবদুল মতিন খানকে কুপিয়ে হত্যা করেন দণ্ডপ্রাপ্ত মোফাজ্জল। আগের দিন তোলা বেতনের ৫ হাজার টাকা লুট করতেই তাকে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন চারজনকে আসামি করে মামলা করেন নিহতের মেয়ে সেলিনা বেগম।
Leave a Reply