সিলেটের কোম্পানীগঞ্জে সিলেট মহানগর ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি সামসুল ইসলামের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। তাকে মারধরের পর তার বাড়িতেও হামলা করে বাড়িঘর ভাংচুর করে তারা।
গতকাল (০৬ আগস্ট ২০২৪ ইংরেজি) রোজ মঙ্গলবার সন্ধ্যায় কতিপয় দুষ্কৃতিকারী মুখোশ পরা অবস্থায় সামসুল ইসলামের উপর হামলা করে। তারা তাকে মারধরও করে। এতে তিনি হাতে পায়ে বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হন। কোনো রকমে হামলার স্থান থেকে তিনি প্রাণ নিয়ে দৌড়ে পালাতে সক্ষম হয়। অতঃপর দুষ্কৃতিকারীরা সামসুলের বাড়িতে হামলা করে। তাদের ঘরে ঢুকে সবকিছু তছনছ করে ভাঙচুর চালায়। তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হেনস্তা করে। সামসুলের ব্যক্তিগত কামরায় প্রবেশ করে সবকিছু লণ্ডভণ্ড করে ও বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। শেষমেষ তারা সামসুলের পরিবারের সদস্যদেরকে বিভিন্ন হুমকি দিয়ে বাসা থেকে বের হয়ে যায়।
এই ঘটনায় সামসুলের পরিবারে আতঙ্ক বিরাজ করছে। নিজেদের জানমালের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সামসুলের মা আনোয়ারা বেগম। এই ঘটনায় বাদী হয়ে তিনি থানায় একটা সাধারণ ডায়েরি (জি.ডি. এন্ট্রি) করেছেন। তিনি এই ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন।
Leave a Reply