১৫০ জন যাত্রী নিয়ে ফ্রান্সে এসে পৌঁছেছে কাতার এয়ারলাইনসের বিশেষ বিমান। জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে এ বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে যাত্রীরা প্যারিস আসেন।
বিশেষ ফ্লাইটে আসা যাত্রীদের স্বাগত জানাতে প্যারিসের চার্জ দ্যা গুল বিমানবন্দরে উপস্থিতি ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এসময় ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ও উপস্থিত ছিলেন। তাদেরকে বিমানবন্দরেও সংবর্ধনা দেওয়া হয়েছে।
ফ্লাইটে আসা প্রবাসীরা জালালাবাদ এসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা জানান। ফ্লাইট পরিচালনা করতে পারায় জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি হেনু মিয়া ও সাধারণ সম্পাদক আলী হোসেন ফ্রান্স প্রবাসী ও বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশন , ও ফ্লাইট পরিচালনাকরীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি ওয়াহিদ ভার তাহের,উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী, নুরুল আবেদীন, আঙ্গুর আলম, জালালাবাদ এসোসিয়েশন এর যুগ্ম সম্পাদক জাভেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আজাদ আহমদ, মনোয়ার হোসেন মুজাহিদ, ট্রেজারার আজাদ মিয়া,সদস্য শুনা মিয়া।
Leave a Reply