৬ নং ওয়ার্ডবাসীসহ সমস্ত নগরবাসী এবং দেশ বিদেশে বসবাসকারী সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।
কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণের মধ্যে বাংলাদেশসহ পুরো বিশ্বে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। এবার ঈদ আমাদের জন্য অন্যান্য ঈদের মতো স্বাভাবিক না হলেও ত্যাগের মহিমায় ভাস্বর এই পবিত্র দিনে পশু কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সুগম করছে পবিত্র ঈদুল আযহা।
তিনি বলেন চমৎকার সুন্দর আনন্দময় এই ঈদের দিনটি আমাদের আত্মত্যাগ-আত্ম বলিদান, পারস্পরিক ভাতৃত্ববোধ এবং বৈষম্যহীন সমাজ বিনির্মানের শিক্ষা দেয়।
তাই কোরবানির প্রকৃত মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। শান্তি-সম্প্রীতি,সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে আসুন আমরা সবাই মানবিক হই এবং নিজ-নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন,সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।
আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা হৃদয়ে লালন করি।
আমার প্রিয় ৬ নং ওয়ার্ডবাসী,সিলেট নগরবাসী সহ পুরো বিশ্বে অবস্থানরত মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।
Leave a Reply