হেমন্ত এখনও শেষ হয়নি। কিন্তু এর মধ্যে হঠাৎ জেঁকে বসেছে শীত। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শীত অনুভুত হচ্ছে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শীত আরও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, আগামী তিন দিন রাতের তাপমাত্রা কমবে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এঅবস্থায় আংশিক মেঘলা আকাশ থাকবে সারাদেশে। ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার দিনের তাপমাত্রা কম ছিল। শুক্রবার ভোরের দিকে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঢাকা এবং চাঁদপুরে ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। দিনাজপুরের ফুলবাড়িতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রংপুর ও রাজশাহী বিভাগের সব জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত দুদিন ধরে এ জেলাগুলোতে শীতের আমেজ দেখা দিয়েছে।
রাত বাড়ার সাথে সাথে এ জেলাগুলোতে কুয়াশা বাড়তে। এই দুই বিভাগ ছাড়া দেশের বাকি অঞ্চলের অধিকাংশের সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। এসব অঞ্চলে সকাল-সন্ধ্যায় কুয়াশার দেখা মিলছে।
Leave a Reply