একই সাথে দুই কানের পর্দা জোড়া লাগানোর অপারশনে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন সিলেটের চিকিৎসকরা। ইতিপূর্বে একটি কানের পর্দা অপারেশনের পর কমপক্ষে দেড় মাস পর অন্য কানের পর্দার চিকিৎসা করতে হতো। সিলেটের চিকিৎসক বিশিষ্ট নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডা. নূরুল হুদা নাঈম একই সাথে দুটি কানের পর্দার অপারেশন করে এই কৃতিত্ব দেখিয়েছেন।
বিগত ২০১০ সালে থেকে শুরু করা একটি দীর্ঘ মেয়াদি গবেষণার মাধ্যমে নতুন এই পদ্ধতিতে সফলতা অর্জন করেন। প্রথম কানে স্বীকৃত পদ্ধতিতে এবং ২য় কানে কান না কেটে পর্দা জোড়া দেওয়ার এই নতুন পদ্ধতি উদ্ভাবন করেন ডা. নূরুল হুদা নাঈম ও তার দল। তাদের এই পদ্ধতি ও সাফল্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ২০১৯ সালের জার্নালে প্রকাশিত হয়েছে। বুধবার এনজেএল ইএনটি সেন্টার (কাজলশাহ সিলেট) এর অনুষ্ঠানে এ সফলতার কথা তুলে ধরা হয়।
এনজেএল ফাউন্ডেশনের সদস্য সচিব এডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে অপারেশনের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক কান গলা ও হেড নেক সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা: নূরুল হুদা নাঈম, সিলেটের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাব ও তাদের সঙ্গে মতবিনিময় করেন ডা: নাঈম।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনজেএল গবির্ত মা বাবা সম্মাননা অনুষ্ঠানের সদস্য সচিব এডভোকেট আব্দুল মুকিত অপি, রোটারিয়ান ওয়াহিদুল হক প্রমুখ। ‘আসুন জন্মদিনে একটি ভালো কাজ করি’, এ ¯েøাগানকে সামনে রেখে এনজেএল ইএনটি সেন্টার এন জে এল ফাউন্ডেশনের উদ্যোগে ৫ জন গরীব রোগীর কানের পর্দা বিনামূল্যে অপারেশন করেন ডা. নূরুল হুদা নাঈম। উল্লেখ্য, প্রতি বছর ৩০ ডিসেম্বর ১০ জন রোগীর কানের পর্দার অফারেশন বিনাম‚ল্যে করে দেয়া হয়। বিজ্ঞপ্তি
Leave a Reply