ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর আজ বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। সোমবার নবনির্বাচিত বিধায়কদের নিয়ে দলীয় কার্যালয়ে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
এছাড়া বিধায়করা শপথ নেবেন বৃহস্পতি ও শুক্রবার। পশ্চিমবঙ্গে বাংলা সংবাদপত্র আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সোমবার কলকাতার কালীঘাটে সাংবাদিক সম্মেলনের পর তৃণমূল কার্যালয়ে পরিষদীয় দলের সঙ্গে আলোচনায় বসেন মমতা। পরে সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত জানান দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত হয়েছেন মমতাই।
পার্থ আরও জানান, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৫ তারিখ শপথ নেবেন মমতা। এরপর ৬ ও ৭ মে শপথ নেবেন বাকি বিধায়করা। এছাড়া বিধানসভার স্পিকার হবেন বিমান বন্দ্যোপাধ্যায়ই। স্পিকার নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন সুব্রত মুখোপাধ্যায়। কারা মন্ত্রী হবেন সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়টি ঠিক করবেন মমতা।
Leave a Reply