করোনাভাইরাসের কারণে গেল মার্চ থেকে স্থগিত হয়ে আছে দেশের সব ধরনের ক্রিকেট। বন্ধ হয়ে আছে ক্রিকেটারদের অনুশীলনও। কিন্তু নিজের ফিটনেস ঠিক রাখতে অবশেষে বেরাইদের ফোর্টিস স্পোর্টস গ্রাউন্ডে এককভাবে ফিটনেস অনুশীলন শুরু করেছেন মুশফিকুর রহিম।
স্বাভাবিক সময়ের মতো করোনাকালেও সবার থেকে এগিয়ে মুশফিক। ঘরে বসে নিয়মিত ফিটনেস ট্রেইনিং করেছেন, সেটা আবার পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার সবার আগে বেরিয়ে আসলেন ঘর থেকে। শুরু করেছেন মাঠের অনুশীলন।
ফোর্টিস স্পোর্টস গ্রাউন্ডে প্রায় দুই ঘন্টার অনুশীলনে রানিং আর হালাকা ব্যাটিং প্র্যাকটিস করেছেন টাইগারদের মিস্টার ডিপেন্ডেবল। এই ভিডিও প্রকাশ করেছেন তার ভেরিফাইড ফেসবুক পেইজে। এককভাবে হলেও মাঠের অনুশীলনে ফিরতে ফেরে খুশির কথা জানিয়েছেন মুশফিক।
প্রসঙ্গত, করোনার কারণে একে একে পাঁচটা সিরিজ স্থগিত হয়েছে টাইগারদের। এশিয়া কাপ আর টি টোয়েন্টি বিশ্বকাপ অনেকটা অনিশ্চিত। এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়েই শঙ্কা। তাইতো ঘরোয়া ক্রিকেটের জন্যই নিজেদের ফিট রাখার চেষ্টা মুশফিকদের।
Leave a Reply