বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. শামসুল ইসলাম প্রতিবেদন হস্তান্তর করেন।
তিনি জানান, ভোতা অস্ত্রের অতিরিক্ত আঘাতের কারণেই রায়হানের মৃত্যু হয়। প্রথম ময়না তদন্তের প্রতিবেদনের সাথে দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদনের সামঞ্জস্যতা রয়েছে।
ডা. শামসুল বলেন, রায়হানের শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রচন্ড মারধর করা হয়। এসব কারণেই তার মৃত্যু হতে পারে।
এর আগে ১৫ অক্টোবর প্রথম ময়নাতদন্তের প্রতিবেদন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কাছে হস্তান্তর করে ফরেনসিক বিভাগ। একইদিন রায়হানের দ্বিতীয় ময়না তদন্ত সম্পন্ন করে ফরেনসিক বিভাগ। যার প্রতিবেদন বৃহস্পতিবার পিবিআই’র কাছে হস্তান্তর করা হলো।
Leave a Reply