কদিন আগেই যিনি বার্সেলোনা ছেড়ে দিতে চেয়েছিলেন, সেই লিওনেল মেসিই থাকছেন দলটির অধিনায়ক। ২০২০-২১ মৌসুমে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকেই ভোট দিয়েছেন ক্লাব সতীর্থরা।
ভোটাভুটিতে টানা তৃতীয় মৌসুম কাতালান ক্লাবটির সহ-অধিনায়ক হয়েছেন সের্হিও বুসকেতস। ভোটে মেসির পরে থাকায় তার সহকারীর দায়িত্ব পেয়েছেন এই মিডফিল্ডার।
২০১৮ সালে আন্দ্রেস ইনিয়েস্তা বার্সেলোনা ছাড়ার পর থেকেই নিয়মিত অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন মেসি।
গত মৌসুমের মতোই অধিনায়কের পদের জন্য দাঁড়ানো চারজনের মধ্যে ভোট সংখ্যায় যথাক্রমে তৃতীয় ও চতুর্থ হয়েছেন জেরার্দ পিকে ও সের্হিও রবের্তো।
গত ২৫ অগাস্ট এক ফ্যাক্স বার্তায় চুক্তির একটি ধারা কার্যকর করে ফ্রি ট্রান্সফারে দল ছাড়তে চেয়েছিলেন মেসি। তবে চুক্তির ওই ধারা কার্যকরের মেয়াদ গত ১০ জুন ফুরিয়েছে উল্লেখ করে ৭০ কোটি ইউরো রিলিজ ক্লজের দাবিতে অনড় ছিল বার্সেলোনা।
পরে অনিচ্ছা সত্ত্বেও ক্লাবটিতে থেকে যান সময়ের সেরা ফুটবলার। তারপরও নেতৃত্বের দায়িত্বও তার কাঁধেই দিয়েছে ক্লাব সতীর্থরা।
Leave a Reply