সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত আসামি তারেকুজ্জমান তারেক ও মাহফুজুর রহমান মাসুমকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সকাল ১১টায় মাহফুজকে এবং বিকাল ৪টায় তারেককে সিলেটের সিএমএম আদালতে হাজির করা হয়। আদালত দুজনের ৫দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১ টায় মাহফুজুর রহমান মাসুমকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ (র:) থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক মো. আবুল কাশেম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমএম আদালতের পিপি সৈয়দ শামিম আহমদ। এদিকে অন্যদিনের মত আজও আসামি পক্ষে কোন আইনজীবী ছিলেন না।
এদিকে বিকেল ৪টায় অপর আসামী তারেকুজ্জামান তারেক কে চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা ইন্দ্রনীল ভট্টাচার্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে তা বিবেচনায় নিয়ে বিচারক মো. আবুল কাশেম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে মামলায় আটক ৮ আসামীকেই ৫ দিন করে রিমান্ডে নেয়া হলো।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার অমূল্য কুমার চৌধুরী।
এদিকে প্রথম থেকে এ মামলায় আসামি পক্ষের কোন আইনজীবী আদালতে উঠেন নি। এ ব্যপারে আদালতে না ওঠার ব্যপারে দৃঢ় প্রতিজ্ঞ আইনজীবীরা। পুণ্যভূমি সিলেটের মাটিকে কলুষমুক্ত ও আসামীদের শাস্তি নিশ্চিত করতে আইনজীবীরা আসামীপক্ষের হয়ে আদালতে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. নওশাদ আহমদ চৌধুরী।
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে আলোচিত গৃহবধূ ধর্ষণের ঘটনায় এ পর্যন্ত ৮ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে এজাহারভুক্ত ৬ জন ছাড়া আটক বাকি দুজনকেও এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলো- সাইফুর রহমান, মাহমুদুর রহমান রনি, অর্জুন লস্কর, রবিউল হাসান, মাহফুজুর রহমান মাসুম, রাজন, আইনুদ্দিন ও সর্বশেষ তারেক। যারা সবাই রিমান্ডে রয়েছেন।
Leave a Reply