1. support@nongartv.com : Nongartv :
  2. regularmd@gmail.com : Suhag Rana : Suhag Rana
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ অপরাহ্ন

০৬ নং ওয়ার্ডের ফার্মেসী মালিকদের নিয়ে কাউন্সিলর ফরহাদ শামিমের বৈঠক করোনা কালীন এই সময় সাধারণ মানুষের সেবায় মানবিক হওয়ার আহবান

সাজন আহমদ সাজু
  • আপডেটের সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

০৬ নং ওয়ার্ডের বিভিন্ন ফার্মেসী ঘুরে নিজের মায়ের  ব্লাড প্রেসার পরীক্ষা করতে না পারার আক্ষেপ নিয়ে  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজ ওয়ার্ডের একজন যুবকের পোস্ট দেখে সিলেট সিটি কর্পোরেশনের ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিম উদ্যোগী হয়ে গতকাল  রাত ৯ টায় ০৬ ওয়ার্ডের সকল  ফার্মেসী মালিকদের নিয়ে মানবিক বৈঠক করেন ।

বৈঠকে কাউন্সিলর গতকালকের ঘটনা উল্লেখ করে বলেন এমন অমানবিক ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত ,আমরা এই ওয়ার্ডে সকলেই মিলেমিশে বসবাস করি,একে ওপরের সুখে দুঃখে পাশে থাকি ।আপনারা যারা এই এলাকায় বসবাস করেন এবং সততার সাথে ব্যবসা পরিচালনা করেন প্রত্যেকেই শিক্ষিত এবং কেউ কেউ ফার্মেসী ব্যবসার উপর ডিপ্লোমা কোর্স করেছেন কেউ অন্য পেশার পাশাপাশি ফার্মেসী ব্যবসায় জড়িত ।এলাকার দরিদ্র-অসহায় মানুষ থেকে শুরু করে অনেক মধ্যবিত্ত মানুষ কোনো ছোট ধরণের অসুখ হলে প্রাথমিক চিকিৎসার জন্য আপনাদের কাছেই ছুটে যায় ।আমরা দেখেছি করোনা প্রাদুর্ভাব আসার আগেও আপনারা প্রত্যেকেই নিজেদের ফার্মেসীতে  ব্লাড প্রেসার এবং ডায়বেটিকস পরীক্ষা করতেন কিন্তু এই দুর্যোগময় মুহূর্তে আপনারা নানা অজুহাতে ব্লাড প্রেসার পরীক্ষা করতে চান না বলে অভিযোগ আসছে,  যা অত্যন্ত অমানবিক।

এই সমাজের প্রতি আমাদের সকলেরই দায়বদ্ধতা আছে সেই দিক বিবেচনায় মানুষের সেবায় আমাদের সকলের এগিয়ে আসা উচিৎ ।

স্বাস্থ্যবিধি মেনেও আপনারা সাধারণ মানুষদের একটু চিকিৎসা সেবা দিতে পারেন কেননা এখানে এমন মানুষ আছে যারা বড় বড় হাসপাতালে চিকিৎসা নেওয়ার সক্ষমতা নেই ।

আমি আপনাদের কাউন্সিলর এই ক্রান্তিলগ্নে আমি কিন্তু ঘরে বসে নেই আপনাদের সেবায় নিয়োজিত আছি এখনো ,আপনাদের প্রতি আমার অনুরোধ এই করোনা কালীন এই সময় সাধারণ মানুষের সেবায় আপনারাও একটু  মানবিক হন।

আমাদের ওয়ার্ডে যেন কেউ বিনা চিকিৎসায় মারা না যায় এর জন্য আমাদের সবাইকে মানবিক হতে হবে।

কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিমকে আহবান করে লেখা জাবির আহমদ তালুকদারের সেই পোস্টটি হুবুহু তুলে ধরা হলো –
৬নং ওয়ার্ডের কাউন্সিলর সহ এলাকার মুরুব্বিদের দৃষ্টি আকর্ষণ করছি আশা করি বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখবেন
বিষয় টা হলো আমাদের ওয়ার্ডে ফার্মেসী আছে প্রায় ১০টা দুঃখের বিষয় হলো আজ আমার এক বন্ধুর
আম্মা হঠাৎ অসুস্থ হওয়ার কারনে সে এলাকার প্রত্যেকটা ফার্মেসী ফার্মেসী তে গেছে যে পেশার টা মাপার জন্য একেকজন একেক রকম কথা বলে কারো মেশিন নষ্ট কেও বাসায় যাবেন না এই যদি হয় ফার্মেসি গুলোর অবস্থা তাহলে কি ধরকার এত ফার্মেসী এলাকায়
নাকি শুধু ঔষধ বিক্রির জন্য আপনারা ফার্মেসী খুলছেন
আমরা জানি যে ফার্মেসী শুধু ঔষধ বিক্রির দোকান না এইটা একটা সেবা কেন্দ্র কিন্তু সেই সেবা আমরা পাচ্ছিনা
আপনারা সব বিষয়েই দেখেন আশা করি এই বিষয় টাও দেখবেন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2020 Nongartv.com . Design & Development by PAPRHI
Theme Customization By Freelancer Zone