০৬ নং ওয়ার্ডের বিভিন্ন ফার্মেসী ঘুরে নিজের মায়ের ব্লাড প্রেসার পরীক্ষা করতে না পারার আক্ষেপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজ ওয়ার্ডের একজন যুবকের পোস্ট দেখে সিলেট সিটি কর্পোরেশনের ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিম উদ্যোগী হয়ে গতকাল রাত ৯ টায় ০৬ ওয়ার্ডের সকল ফার্মেসী মালিকদের নিয়ে মানবিক বৈঠক করেন ।
বৈঠকে কাউন্সিলর গতকালকের ঘটনা উল্লেখ করে বলেন এমন অমানবিক ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত ,আমরা এই ওয়ার্ডে সকলেই মিলেমিশে বসবাস করি,একে ওপরের সুখে দুঃখে পাশে থাকি ।আপনারা যারা এই এলাকায় বসবাস করেন এবং সততার সাথে ব্যবসা পরিচালনা করেন প্রত্যেকেই শিক্ষিত এবং কেউ কেউ ফার্মেসী ব্যবসার উপর ডিপ্লোমা কোর্স করেছেন কেউ অন্য পেশার পাশাপাশি ফার্মেসী ব্যবসায় জড়িত ।এলাকার দরিদ্র-অসহায় মানুষ থেকে শুরু করে অনেক মধ্যবিত্ত মানুষ কোনো ছোট ধরণের অসুখ হলে প্রাথমিক চিকিৎসার জন্য আপনাদের কাছেই ছুটে যায় ।আমরা দেখেছি করোনা প্রাদুর্ভাব আসার আগেও আপনারা প্রত্যেকেই নিজেদের ফার্মেসীতে ব্লাড প্রেসার এবং ডায়বেটিকস পরীক্ষা করতেন কিন্তু এই দুর্যোগময় মুহূর্তে আপনারা নানা অজুহাতে ব্লাড প্রেসার পরীক্ষা করতে চান না বলে অভিযোগ আসছে, যা অত্যন্ত অমানবিক।
এই সমাজের প্রতি আমাদের সকলেরই দায়বদ্ধতা আছে সেই দিক বিবেচনায় মানুষের সেবায় আমাদের সকলের এগিয়ে আসা উচিৎ ।
স্বাস্থ্যবিধি মেনেও আপনারা সাধারণ মানুষদের একটু চিকিৎসা সেবা দিতে পারেন কেননা এখানে এমন মানুষ আছে যারা বড় বড় হাসপাতালে চিকিৎসা নেওয়ার সক্ষমতা নেই ।
আমি আপনাদের কাউন্সিলর এই ক্রান্তিলগ্নে আমি কিন্তু ঘরে বসে নেই আপনাদের সেবায় নিয়োজিত আছি এখনো ,আপনাদের প্রতি আমার অনুরোধ এই করোনা কালীন এই সময় সাধারণ মানুষের সেবায় আপনারাও একটু মানবিক হন।
আমাদের ওয়ার্ডে যেন কেউ বিনা চিকিৎসায় মারা না যায় এর জন্য আমাদের সবাইকে মানবিক হতে হবে।
Leave a Reply