মহামারি করোনাভাইরাসে কারণে এবার শাহপরান (রহ.) মাজার শরীফে বাৎসরিক ওরস উদযাপিত হবে না। আগামী ২২, ২৩ ও ২৪ অক্টোবর বাৎসরিক ওরস উদযাপনের কথা ছিল।
তবে জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মোতাবেক, করোনাভাইরাস জনিত মহামারির বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সচেতনতায় অনুষ্ঠিতব্য ওরস উদযাপন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে শাহপরান (রহ.) মাজার কর্তৃপক্ষ।
বুধবার (১৪ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ভক্ত ও আশিকানগণকে ওরসের উদ্দেশ্যে হযরত শাহপরান (রহ.) মাজারে একত্রিত না হয়ে নিজ নিজ এলাকায় অবস্থান করে দোয়া করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হয়েছে।
এমতাবস্থায় ভক্ত ও আশিকানগণকে দরবার শরীফে একত্রিত না হওয়ার জন্য হযরত শাহপরান (রহ.) মাজার কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ করেছেন।
নভেল করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ বৃদ্ধির কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মোতাবেক সরকার কর্তৃক মহামারীর প্রকোপ নিয়ন্ত্রণের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে গুরুত্বারোপ করা হয়েছে।
Leave a Reply