সিলেটের বন্দরাবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্মম নির্যাতনে নিহত রায়হান হত্যার ১১তম দিন অতিবাহিত হচ্ছে আজ। রায়হান হত্যাকান্ডের প্রতিবাদে উত্তাল পুরো সিলেট বিভাগ। প্রতিদিন পালিত হচ্ছে নানান কর্মসূচী। এসব কর্মসূচীর ফলাফলও মিলছে।
রায়হান হত্যাকান্ডের অষ্টম দিনে সংবাদ সম্মেলন করে ৭২ ঘণ্টার ভেতরে এস.আই আকবর হোসেন ভূঁইয়াসহ রাহয়ান হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তির আওতায় নিয়ে আসার আল্টিমেটাম দিয়েছিলেন পরিবারের সদস্য ও এলাকাবাসী। বেঁধে দেয়া সময়সীমা শেষ হয়েছে আজ বুধবার দুপুরে।
এই ৭২ ঘণ্টায় পুলিশের পলাতক এস.আই আকবর হোসনে ভূঁইয়াকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলরা রক্ষাকারী বাহিনী। তবে ফাঁড়ির পুলিশ সদস্য (সাময়িক বরখাস্তকৃত) টিটু চন্দ্র দাসকে গ্রেফতার করে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই।
এছাড়াও এস.আই আকবর হোসেন ভূঁইয়াকে ফাঁড়ি হতে পালাতে সহায়তা ও তথ্য গোপনের অপরাধে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির (টু আইসি) এসআই হাসান উদ্দিনকেও সাময়িকভাবে চাকরি হতে বরখাস্ত করেছে সিলেট মহানগর পুলিশ।
এদিকে, এখন পর্যন্ত এসআই আকবর গ্রেফতার না হওয়ায় আরও তিনদিনের কর্মসূচি হাতে নিয়েছে রায়হানের পরিবার। বিষয়টি নিশ্চিত করেছেন রায়হানের মামা তারেক আহমদ বিলাশ।
নিতি জানান, আমাদের আল্টিমেটামের ৭২ ঘন্টা শেষ হয়েছে। সরকারের পররাষ্ট্রমন্ত্রী সহ পুলিশের উর্ধ্বতন দায়িত্বশীলবৃন্দও বাড়ীতে এসে গেছেন। আমাদের বিশ্বাস সকল অপরাধী গ্রেফতার হবে এবং দ্রুততম সময়ের মধ্যে ন্যায় বিচার নিশ্চিত হবে। তবুও এস আই আকবর গ্রেফতার না হওয়ায় বিক্ষুব্ধ রয়েছেন এলাকার মানুষ। তাই আরো ৩ দিনের শান্তিপূর্ণ কর্মসূচী ঘোষণা করা হয়েছে। কর্মসূচী হলো- বৃহস্পতিবার (২২ অক্টোবর) পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে এ মামলার সংশ্লিষ্ট পিবিআই কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ, পরদিন শুক্রবার বাদ জুমআ নগরীর প্রত্যেকটি মসজিদে রায়হানের জন্য দোয়া মাহফিল ও শনিবার বিকেল ৪ টায় এলাকাবাসীর পক্ষ থেকে মদিনা মার্কেটে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন।
Leave a Reply