লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে আবু ইউনুস মোহাম্মদ শহীদুন্নবী জুয়েলের বিরুদ্ধে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে বুড়িমারী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে দায়েরকৃত ৩ মামলায় মসজিদের খাদেমসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হল।
লালমনিরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোতাহার হোসেন (১৮), হাসেম আলী (৫২), লাজু (৩৫), রবিউল ইসলাম (৪০), আরিফুল ইসলাম আরিফ (৩৮)। তাদের বাড়ি উপজেলার বুড়িমারী এলাকায়।
এর মধ্যে মোতাহার ও হাসেম আলীকে পুলিশের ওপর হামলা আর লাজু, রবিউল ও আরিফকে বুড়িমারী ইউনিয়ন পরিষদ ভাংচুর মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩-এ প্রথম দফায় গ্রেপ্তারকৃত পাঁচ আসামির তিন দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিচারক ফেরদৌসী বেগম।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে রংপুরের শালবন মিস্ত্রিপাড়ার আবু ইউনুস মোহাম্মদ শহীদুন্নবীর বিরুদ্ধে ‘কোরআন অবমাননার’ গুজব ছড়ানো হয়। ফলে সেখানে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শত-শত উত্তেজিত জনতা জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের পরিবার, স্থানীয় ইউনিয়ন পরিষদ ও পুলিশের পক্ষ থেকে গত শনিবার পাটগ্রাম থানায় পৃথক পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply