আসন্ন শীতে বাংলাদেশে আসতে পারে করোনার দ্বিতীয় ঢেউ। তাই সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকার ‘নো মাস্ক, নো সার্ভিস’ কর্মসূচির ঘোষণাও দিয়েছে। তবে তা মানছেন না বেশিরভাগ মানুষ। মাস্ক না পরেই ঘুরে বেড়াচ্ছেন লোকজন।
তাই মাস্ক ব্যবহার নিশ্চিত করা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে প্রশাসন। আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের দুই ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে।
অভিযানকালে মাস্ক ব্যবহার না করায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নগরীসহ বিভিন্ন উপজেলায় অভিযান চলছে। সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply