গুরুতর অসুস্থ কাতার প্রবাসী সিদ্দিকুর রহমানের পাশে দাড়ালো বাংলাদেশ প্রবাসী কল্যান এসোসিয়েশন কাতার। গতকাল রাতে এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শেখ সাইকুল ইসলামের ব্যবসা প্রতিষ্টান ওয়াও আবায়া এন্ড ট্রেডিং-এ নেতৃবৃন্দ অসুস্থত সিদ্দিকুরকে নগদ অর্থ প্রদান করেন।
সম্প্রতি এক দুর্ঘটনায় গুরুতর আহত হন কাতার প্রবাসী সিদ্দিকুর রহমান। এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা কাতারের স্বনাম ধন্য ব্যবসায়ী শেখ সাইকুল ইসলাম আহত সিদ্দিকুর রহমানের খোজঁ খবর নেন এবং সভাপতি শেখ আক্তার হোসেন সহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ কে সাথে নিয়ে সিদ্দিকুর রহমান কে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় শেখ সাইকুল ইসলাম বলেন, আমার সংগঠনের সকল নেতৃবৃন্দ সুখে-দুঃখে কাতার প্রবাসী ভাইদের পাশে থাকবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শেখ সাইকুল ইসলাম, সভাপতি শেখ আকতার হোসেন, সহ-সভাপতি মো গিয়াস শিকদার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কবির মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছির, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ সুহেল, অর্থ সম্পাদক আব্দুর রহমান হাসান, সহ-অর্থ সম্পাদক শরিফ উল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম প্রমূখ।
এসময় অসুস্থ সিদ্দিকুর রহমান তার বিপদে পাশে দাড়ানোর জন্য বাংলাদেশ প্রবাসী কল্যান এসোসিয়েশন কাতারের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, আমার এই দুঃসময়ে এসোসিয়েশন যে ভুমিকা পালন করেছে তা কোনদিন ভুলার নয়। এভাবে প্রবাসে অবস্থানরত সকল ভাই-বোনদের প্রবাসীদের বিপদে আপদে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
Leave a Reply