সিলেটে বাড়ছে শীতের তীব্রতা। প্রতিদিনই কমছে তাপমাত্রা। দিনের বেলায় স্বাভাবিক তাপমাত্রা থাকলেও বিকেল থেকে কমতে শুরু করে তাপমাত্রা, পড়তে থাকে শীত।
গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে রাতে তাপমাত্রা আরও কমবে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে।
গ্রামের বাসিন্দারা বলছেন, দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। এ জন্য নিম্ন আয়ের মানুষরা বিপাকে পড়ছেন।
ভারতের মেঘালয় সীমান্ত এলাকা কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জসহ আশপাশের উপজেলাগুলোতে শীতের তীব্রতা তুলনামুলকভাবে বেশী।
শীত বাড়ার সাথে সাথে সিলেট নগরীতে বাড়ছে গরম কাপড় কেনার ধুম। নগরীর ফুটপাত থেকে শুরু করে শপিং মলে বিক্রি হচ্ছে শীতের কাপড়চোপড়।
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে ছিন্নমূল ও দুস্থ মানুষ পড়েছে বিপাকে। গরম কাপড় না থাকায় শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে খানিকটা উষ্ণতার পরশ খুঁজতে দেখা গেছে ছিন্নমূল মানুষকে।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, সিলেটে তাপমাত্রা প্রতিদিন কমছে। ফলে শীত বেশি অনুভূত হচ্ছে। ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা আরও কমে আসবে। তখনই পুরোপুরিভাবে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।
Leave a Reply