সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোটি টাকা মূল্যের প্রায় ২ কেজি (১৯৭২ গ্রাম) ওজনের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, সিলেট ।
শুক্রবার সকাল পৌনে ৯ টার দিকে দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইটের এক যাত্রীকে দেহ তল্লাশী করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট সিলেট সহকারী কমিশনার মো. আল-আমিন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইটে সোনা চোরাচালান হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে তারা সকাল পৌনে ৯ টায় বিমান অবতরণের পর ভেতরে তল্লাশি করে বিমানে আসা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন। পরে জামাল আহমদ নামের এক ব্যক্তির কাছ থাকা মোট ১৪টি স্বর্ণের বার উদ্ধার করে সিলেট কাস্টমস। আটককৃত জামাল আহমদ ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
এর আগে সে একাধিক চোরাচালানে জড়িত রয়েছে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।
Leave a Reply