সুনামগঞ্জে তিন পৌরসভায় ১০ জন মেয়র প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। রোববার (২০ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ছিল পৌর নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ সময়।
সুনামগঞ্জ সদর পৌরসভায় মেয়র পদে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগের মেয়র প্রার্থী বর্তমান মেয়র নাদের বখত্, বিএনপি মনোনীত প্রার্থী মুর্শেদ আলম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী মোহাম্মদ রহমত উল্লাহ। এ ছাড়াও সদর পৌরসভায় কাউন্সিলর পদে ৫০ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
ছাতক পৌরসভায় মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী ও বিএনপি মনোনীত প্রার্থী রাশিদা বেগম। এ ছাড়াও ছাতক পৌরসভায় কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
জগন্নাথপুর পৌরসভায় মনোনয়নপত্র দাখিল করেছেন পাঁচ মেয়র প্রার্থী তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূইয়া, বিএনপি মনোনীত প্রার্থী হারুনুজ্জামান, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তার, স্বতন্ত্র প্রার্থী প্রবাসী আমজদ আলী শফিক ও স্বতন্ত্র প্রার্থী বিঞ্চুরায়।
এ ছাড়াও জগন্নাথপুর পৌরসভায় কাউন্সিলর পদে ৩৯জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।
সহকারি রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার সন্ধ্যায় জানান, আজকে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। সুষ্ঠুভাবে সকল প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। কোনও প্রকার ঝামেলা হয় নি।
Leave a Reply