সিলেটের দুই ল্যাবে রবিবার (২৭ ডিসেম্বর) ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২ জন ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১০ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসি-আর ল্যাব সুত্র জানায়, ওসমানীতে নতুন শনাক্ত হওয়া ২ জনের সকলেই সিলেটের বাসিন্দা।
এদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জিইবি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে রবিবার ৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৮ জন ও মৌলভীবাজার জেলার ২ জন।
Leave a Reply