তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫৯ প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। এর মধ্যে সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জ পৌরসভা এবং মৌলভীবাজার পৌরসভাতেও বিএনপি তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে।
বুধবার সকাল ১১টায় গুলশান কার্যালয়ে থেকে তাদেরকে ‘দলীয় প্রত্যায়নপত্র’ হস্তান্তর করা হবে।
সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পাওয়া তিন প্রার্থী হলেন- গোলাপগঞ্জে গোলাম কিবরিয়া চৌধুরী, জকিগঞ্জে ইকবাল আহমদ তাপাদার ও মৌলভীবাজার সদরে মো. অলিউর রহমান।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Leave a Reply