সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার হওয়া হেলপার রশিদ আহমদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তাকে জিজ্ঞাসাবাদে ধর্ষণ চেষ্টার সত্যতা মিলেছে বলেও জানিয়েছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদ উজ জামান।
সোমবার ভোরে সুনামগঞ্জ জেলার গোবিন্দগঞ্জ বাজারের বুঙ্গাইরগাঁও থেকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তিনি ওই তরুণীর বাসে উঠা থেকে শুরু করে লাফ দিয়ে নামা পর্যন্ত পুরো ঘটনার বর্ণনা দেন বলে জানান খালেদ উজ জামান।
তিনি জানান, ঘটনার দিন থেকেই পিবিআই আসামিদের খুঁজতে অভিযান চালালে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ বাজারের পাশ্ববর্তী এলাকা বুঙ্গাইরগাঁও থেকে বাসের হেলপার রশিদ আহমদকে গ্রেপ্তার করা হয়।
হেলপার রশিদের বারাত দিয়ে পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান বলেন, সিলেটের লামাকাজি থেকে ওই কলেজ ছাত্রীকে বাসে তুলে দেন তার বোন জামাই। বাসটি সুনামগঞ্জ যাওয়ার কথা ছিলো এবং বাসটিতে বিভিন্ন এলাকার মোট ৪৫ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে দিরাই যাওয়ার জন্য ছিলেন ৬ জন। দিরাই যাওয়ার রোড ভিন্ন হওয়ায় ৬ জন যাত্রী দিরাই রাস্তার মোড়ে নেমে গেলেও ওই তরুণী সুনামগঞ্জ চলে যান। পরবর্তীতে বাসটি আবার দিরাইয়ের উদ্দেশ্যে আসলে বাসে কোন যাত্রী তুলা হয়নি।
Leave a Reply