1. support@nongartv.com : Nongartv :
  2. regularmd@gmail.com : Suhag Rana : Suhag Rana
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন

হাইটেক পার্কে ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে’-কোম্পানীগঞ্জে প্রবাসীকল্যাণমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
  • আপডেটের সময় সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে। দেশের উন্নয়নে এবং সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে আমরা বদ্ধপরিকর। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। দেশের কারিগরি শিক্ষায় শিক্ষিতদের জন্যে বঙ্গবন্ধু হাইটেক পার্ক ৫০ হাজার মানুষের কর্মসংস্থান করবে। এখানে কাজের সুযোগের ক্ষেত্রে স্থানীয়দের যেন অগ্রাধিকার দেওয়া হয়।

সোমবার (২৫ জানুয়ারি) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন ও উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ দক্ষিণ রণিখাই-ইছাকলস ইউনিয়নের সংযোগ আরসিসি সড়ক ও পূর্ব বর্ণি-ডাকাতি বাড়ি সড়কের আরসিসি সড়কের উদ্বোধন এবং ইমরান আহমদ কারিগরি কলেজ, শহিদ স্মৃতি টুকেরবাজার উচ্চবিদ্যালয় এন্ড কলেজ ও বঙ্গবন্ধু হাইটেক পার্কের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী এএসপি নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য, কোম্পানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শামীম আহমদ, জৈন্তাপুর উপজেলার চেয়ারম্যান কামাল হোসেন, গোয়াইনঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদ, সহ-সভাপতি হুমায়ুন কবির মুছব্বির, আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ভুট্টো, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শংকর চন্দ্র মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইমরান জাকির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরিদ উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলা উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য রিয়াজুল ইসলাম, শৈলেন চন্দ্র নাথ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামসুল আলম, রুপক চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, সাংবাদিক তরিকুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাতী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের দুই শতাধিক নেতা-কর্মী।

এরপর প্রবাসীকল্যাণমন্ত্রী অসুস্থ প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল বাছিরকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2020 Nongartv.com . Design & Development by PAPRHI
Theme Customization By Freelancer Zone