সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনার প্রায় ২৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেলওয়ে লাইন মেরামতের পর শনিবার ভোররাত রাত সাড়ে ৩টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।পরে ঢাকার উদ্দেশ্যে সিলেট রেলওয়ে স্টেশন আটকা পড়া আন্ত:নগর ট্রেন উপবন এক্সপ্রেস যাত্রা শুরু করে।
তথ্য নিশ্চিত করেন ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মনির হোসেন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী গুতিগাঁওয়ে ১০টি তেলের বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে পড়ে যায়। ফলে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পরবর্তী প্রায় ২৮ঘন্টার চেষ্টায় মেরামত কাজ শেষে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
Leave a Reply