দ্বিতীয় ধাপের নির্বাচনে সিলেটের সাত পৌরসভায় বিজয়ী মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। শনিবার সকালে সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি তাদেরকে শপথবাক্য পাঠ করান।
বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জাকারিয়া প্রমুখ। প্রথমে নির্বাচিত সাত মেয়রকে শপথ বাক্য পাঠ করানো হয় এবং পরে সকল কাউন্সিলরকে একসঙ্গে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার।
গত ১৬ জানুয়ারি সিলেটের তিন জেলায় ৭ পৌরসভায় ভোটগ্রহণ হয়। এর মধ্যে চার উপজেলায় আওয়ামী লীগ মনোনীত ও তিনটিতে বিএনপি মনোনীত প্রার্থী মেয়র নির্বাচিত হন। শপথ গ্রহণ করেছেন, সুনামগঞ্জ সদর পৌরসভার মেয়র নাদের বখত, ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, জগন্নাথপুর পৌর মেয়র আক্তারুজ্জামান চৌধুরী, মৌলভীবাজারের কুলাউড়া পৌর মেয়র সিপার উদ্দিন আহমদ, কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমদ, হবিগঞ্জের মাধবপুর পৌর মেয়র হাবিবুর রহমান মানিক ও নবীগঞ্জ পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী।
আমাদের জগন্নাথপুর প্রতিনিধি জানিয়েছেন, গতকাল সকালে সিলেটের আলমপুরস্থ বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত মেয়র আক্তারুজ্জামানসহ ৯ কাউন্সিলর ও ৩ নারী কাউন্সিলর।
মেয়র ছাড়াও কাউন্সিলরদের মধ্যে রয়েছেন, শাহিন আহমদ, জিতু মিয়া, আলাল হোসেন, কামাল হোসেন, শফিকুল হক, কৃষ্ণ চন্দ্র চন্দ, সোহেল আহমদ, সাফরোজ ইসলাম, ছমির উদ্দিন। নারী কাউন্সিলদের মধ্যে রয়েছেন শিল্পী বেগম, বাহারজান বিবি ও সুবর্ণা শর্মা।
আমাদের কুলাউড়া প্রতিনিধি জানান, সকালে শপথ নেন কুলাউড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথগ্রহণ করেন। কুলাউড়া পৌরসভার নির্বাচিত মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদসহ সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরগণ শপথ নেন।
Leave a Reply