বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাহপরান রহ. থানার ৩১ নং ওয়ার্ডের সাবেক সভাপতি খালিদ বিন এনামের বাসায় হামলা ও ভাংচুর করেছে ছাত্রলীগ। ছাত্রলীগ নেতা রুহেলের নেতৃত্বে গত শুক্রবার (২৬ মে) রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।
হামলাকারীরা মূলত শিবির নেতা খালিদের খোঁজে তাঁর বাসায় গিয়েছিলো। তাঁকে না পেয়ে তাঁর পরিবারের সদস্যদের তারা বিভিন্ন হুমকি দেয় এবং রাগে ক্ষোভে বাসার আসবাবপত্র ভাংচুর করে।
খালিদের বাবা এনামুল হক তাদেরকে বলেন খালিদ বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। এটা শুনে তারা আরো রেগে যায়। রুহেল তেড়ে এসে তাঁকে ধাক্কা দিয়ে একপাশে ফেলে দেয়। তারপর বলে, ‘সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এখন তাহলে সে দেশ ছেড়ে পালিয়ে গেছে? আমার হাত থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না। সে কি আর কখনও দেশে আসবে না? আমি সবসময় খোঁজ নিয়ে রাখবো কখন সে দেশে আসে। আমি তাকে হত্যা করবো।’ এরপর রাগে গজগজ করতে করতে তারা বাসা থেকে বেরিয়ে যায়।
এই ঘটনায় খালিদের বাবা শাহপরান থানায় গিয়ে একটা সাধারণ ডায়েরি করার চেষ্টা করেছিলেন। কিন্তু কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রভাবশালী নেতা রুহেল আহমদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে রাজি হননি।
Leave a Reply