সিলেটে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ব্লগার আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হেফাযত নেতা আব্দুস সালাম বাদী হয়ে এই মামলা করেন।
গত ১১ ডিসেম্বর দুপুরে সাইবার ট্রাইব্যুনাল সিলেটের বিচারক জহিরুল কবিরের আদালতে সাইবার নিরাপত্তা আইনে মামলাটি করেন বড়লেখার হেফাযত নেতা আব্দুস সালাম, তিনি হেফাযত ইসলামের সাধারণ সম্পাদক।
হুমায়ন আহমেদ একজন জনপ্রিয় ব্লগার এবং লেখক,, তিনি সিলেটের বড়লেখার মকবুল আলীর সন্তান।
দীর্ঘদিন থেকে তিনি ব্লগে ধর্মীয় কুসংস্কার এবং গোড়ামী নিয়ে লিখালেখি করছেন।
বাদীর আইনজীবী নাসির উদ্দিন আহমদ খান বলেন, ‘আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।’
মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্লগার আলম তার ব্লগে হেফাযত ইসলাম এবং হিযবুত তাহরীর নিয়ে ব্যাপক বিষেধাগার করতো। এই নিয়ে থাকে একাধিক বার সর্তক করা হলেও তিনি লিখা বন্ধ করেন নাই।
ব্লগার আলম অভিযোগ করেন তাকে অন্যায় ভাবে মামলা দেওয়া হয়েছে। মূলত ধর্মীয় গোষ্ঠী সমাজে বিভিন্ন ফতোয়া জারী করে অশান্তি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন ব্লগার আলম। তাদের কারণে প্রসুতি মা ও মেয়ে ২১ নভেম্বর মারা যায় বলে অভিযোগ করেন।
মামলার বাদী আব্দুস সালাম জানান মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির উসকানি দিয়েছেন। ইসলাম ও ধর্মপ্রিয় মানুষের মধ্যে ধর্মীয় আঘাতপূর্বক মুসলিম সম্প্রদায়কে আক্রমণাত্মক কটূক্তি করায় মামলাটি করা হয়েছে।
Leave a Reply