নিজস্ব প্রতিবেদক:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এবং করোনা ভাইরাসের কোনো লক্ষণ দেখা দিলে প্রাথমিকভাবে ঘরে বসে ডাক্তারের কাছ থেকে প্রয়োজিত সেবা গ্রহণ করার জন্য যুক্ররাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুনের সৌজন্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিশেষজ্ঞ ডাক্তারদের মোবাইল নাম্বার সম্বলিত লিফলেট বিতরণ করেন সিলেট মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
১২ জুন শুক্রবার বিকেল ৪ টায় সিলেট মহানগরীর আম্বরখানা পয়েন্ট, দরগা গেইট এলাকা, চৌহাট্টা পয়ে, খাসদবীর পয়েন্ট সমুহে সাধারণ পথচারী এবং ব্যবসায়ীদের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিশেষজ্ঞ ডাক্তারদের নাম্বার সম্বলিত করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদল নেতা সাইদ মাহমুদ ওয়াদুদ, শাওন আহমদ ইমরান, রাসেদুজ্জামান রাশেদ,শামীম আহমদ, মুহাম্মদ মুক্তাদির, প্রমুখ। যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন বলেন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় বিএনপি এই বৈশ্বিক মহামারীতে সাময়িক বিপর্যয়ের সম্মুখীন কর্মহীন মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং দরিদ্র অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে পাশাপাশি করোনা প্রাদুর্ভাবে আতংকিত না হতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্বর্দি জ্বর কাশি সহ করোনাভাইরাসের কোনো লক্ষণ দেখা দিলে যাতে ঘরে বসেই যে কেউ বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিতে পারে সে জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিশেষজ্ঞ ডাক্তারদের মোবাইল নাম্বার সম্বলিত এই লিফলেট বিতরণ কার্যক্রমও অব্যাহত থাকবে।
Leave a Reply