ফিফার ‘প্রো লাইসেন্স’ পরীক্ষায় পাস করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। এর মাধ্যমে তিনি জাতীয় দলের কোচদের জন্য দেওয়া ফিফার শর্ত পুরোপুরি পূরণ করে ফেললেন। কিছুদিন আগেই জেমির সঙ্গে ২০২২ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
জাতীয় দলের কোচদের জন্য ২০১৮ সালের শেষ দিকে নতুন মানদণ্ডের নির্দেশনা দেয় ফিফা। পরের বছর অর্থাৎ ২০১৯ সাল থেকে জাতীয় দলের কোচদের ‘প্রো’ লাইসেন্স থাকা বাধ্যতামূলক করা হয়। এই লাইসেন্স ছিল না বাংলাদেশ কোচ জেমি ডে’র। স্বাভাবিকভাবেই ঝামেলায় পড়ে যান তিনি। এরপর অনেক দেশের কোচের এই সনদ না থাকায় ফিফা পরে ২০২১ সাল পর্যন্ত এই নির্দেশনা কার্যকরের সময় বেঁধে দেয়।
ফিফার বেঁধে দেওয়া সময়ের আগেই জেমি ডে ‘প্রো লাইসেন্স’ পেয়ে গেছেন। যে কারণে আন্তর্জাতিক ফুটবল ফিরলেই তিনি শিষ্যদের উৎসাহ দিতে ডাগ আউটে দাঁড়াতে পারবেন। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বকে সামনে রেখে আগস্টের মাঝামাঝিতে জেমি ডের ঢাকায় ফেরার কথা আছে। অবশ্য সবকিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।
Leave a Reply