সেচ্ছাসেবী সামাজিক সংগঠন চাইল্ডহুড ফ্রেন্ডস চ্যারিটি সিলেটের উদ্যোগে করোনাকালীন চিকিৎসাসেবা কর্মসূচি ২০২০ ধারাবাহিকভাবে ৭ তম কর্মসূচী সম্পন্ন করেছে গতকাল।
সংগঠনটি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত গরীব অসহায়-দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচী ধারাবাহিকভাবে প্রতি শনিবার প্রদান করে আসছে।
গতকাল ২৯শে অগাস্ট শনিবার বিকেলে সিলেট সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে চাইল্ডহুড ফ্রেন্ডস চ্যারিটির উদ্যোগে প্রায় শতাধিক গরীব অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
মানবিক এই ধারাবাহিক চিকিৎসা সেবা প্রদানের ৭ম কর্মসূচীতে আর্থিকভাবে সহযোগিতা করছে স্বনামধন্য স্যাটেলাইট টিভি সার্ভিস ব্যবসা প্রতিষ্ঠান “এ-ওয়ান স্যাটেলাইট সার্ভিস”
চিকিৎসা সেবা পরিচালনা করেন হেলথ সার্ভিস ফোরাম সিলেট’র প্রধান সমন্বয়ক ডা.ফাতেমা ইয়াসমিন। সহকারী হিসেবে ছিলেন ফার্মাসিস্ট সঞ্জীব ভট্টাচার্য লিটন এবং রানা রেজা।
চিকিৎসাসেবা কর্মসূচী পর্যালোচনায় ছিলেন সিলেট কিডনী ফাউন্ডেশন’র নির্বাহী সদস্য ডা.মোস্তফাজামান চৌধুরী বাহার।
আরো উপস্থিত ছিলেন পুষ্পাঞ্জলি সংঘ’র সাধারণ সম্পাদক রনি পাল এবং পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শামিম আহমেদ সানি।
চাইল্ডহুড ফ্রেন্ডস চ্যারিটি (সিএফসি) এর সকল সদস্যদের পক্ষ থেকে তাদের এই মানবিক উদ্যোগে সহযোগিতার হাত প্রসারিত করায় এ-ওয়ান স্যাটেলাইট সার্ভিস’র স্বত্বাধিকারী তুহিন নাগ ও তন্ময় নাগ তনুকে ধন্যবাদ জানিয়ে ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সাধারণ মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার মহতী উদ্যোগ নিয়ে একঝাঁক উদ্যমী মানবিক তরুণদের সমন্বয়ে গঠিত চাইল্ডহুড ফ্রেন্ডস চ্যারিটির এই সেবামূলক কাজের সার্বিক তত্বাবধানে আছেন সিলেট সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।
উল্লেখ্য যে চাইল্ডহুড ফ্রেন্ডস চ্যারিটির সদস্য প্রত্যেকেই বাল্যবন্ধু, যার সদস্য হিসেবে আছেন প্রদীপ ধর রন্টু,রুহুল আমিন লাভলু,মহিবুল লাহী,এনাম আহমদ,রঞ্জিত নাথ,তন্ময় নাগ তনু,রফিক আহমদ প্রমুখ।
Leave a Reply