গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় মারা গেছেন দুইজন। এর মধ্য দিয়ে বিভাগে মৃত্যুতে ডাবল সেঞ্চুরি করলো এ মহামারি। গতকাল মারা যাওয়া দুজনই সিলেট জেলার বাসিন্দা। এই দুজন নিয়ে গত পাঁচ মাসে বিভাগে আজ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২০১।
এদিকে, মঙ্গলবার সিলেটে একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৬ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৭, সুনামগঞ্জের ৫, হবিগঞ্জে ৬ ও মৌলভীবাজারে ৮ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে মোট পজিটিভ শনাক্ত হয়েছেন ১১৫৮৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬১৮৮, সুনামগঞ্জে ২১৬৫, হবিগঞ্জে ১৬২০ ও মৌলভীবাজার জেলায় ১৫৮৫ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ১৪২ জন। এর মধ্যে সিলেটে ৮৭, সুনামগঞ্জে ১২, হবিগঞ্জে ২৪ ও মৌলভীবাজারে ১৯ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫৩ জন। এর মধ্যে সিলেটে ৩৪, সুনাগঞ্জে ১৩ ও মৌলভীবাজারে ৩ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৫৩৫ জন। এর মধ্যে সিলেটে ৪৩৮২ সুনামগঞ্জে ১৮৪৫, হবিগঞ্জে ১০৭৯ ও মৌলভীবাজারে ১২২৯ জন।
অপরদিকে, বিভাগে মোট মৃত ২০১ জনের মধ্যে সিলেট জেলার ১৪৫, সুনামগঞ্জে ২২, হবিগঞ্জে ১৪ ও মৌলভীবাজারে ২০ জন।
Leave a Reply