পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটবাসীসহ দেশও বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হ্যাল্পিং হ্যান্ডস চ্যারিটি চৌকিদেখী সিলেট’র প্রতিষ্ঠাতা সভাপতি তরুণ সমাজ সেবক বিমল দেবনাথ।
ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি বলেন মুসলমান সম্প্রদায়ের প্রধান উৎসব ঈদুল ফিতর নিয়ে আসে শান্তির অভয়বাণী।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্য-সম্প্রীতি-সৌহার্দ্য,ভ্রাতৃত্ব বোধের এক অনন্য নিদর্শন আমাদের বাংলাদেশ।
এখানে সকল ধর্মের মানুষ অসাম্প্রদায়িক চেতনা লালন করে মিলেমিশে বসবাস করে আসছে যুগ যুগ ধরে।
মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ তাই ছড়িয়ে যায় সকলের ঘরে ঘরে।
ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ। ঈদুল ফিতরের আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আমাদের সকলকে সচেতন হয়ে এই উৎসব পৌঁছে দিতে হবে সবার ঘরে ঘরে,দৈহিক দুরত্ব থাকলেও মনের দুরত্ব গুছিয়ে নিয়ে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন অটূট থাকুক এই প্রত্যাশা রইলো।
সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক
Leave a Reply