দীর্ঘ এক মাসের সংযম-সাধনা শেষে এসেছে আনন্দময় উৎসব ঈদুল ফিতর।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চৌকিদেখি জামে মসজিদের কোষাধ্যক্ষ তরুণ সমাজসেবক সোহরাব আহমদ পবলু।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তায় সোহরাব আহমদ পবলু বলেন
সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন,সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন পবিত্র ঈদুল ফিতর।
ঈদ অঙ্গীকারেরও উৎসব। আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ।
পুরো রমজান মাস আমরা যে সংযমের অনুশীলন করেছি, তা আমাদের জীবন চলার সব ক্ষেত্রে সীমা লঙ্ঘনের নেতিবাচক প্রবণতা থেকে রক্ষা করবে—এমনটাই প্রত্যাশা। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি—মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে ঈদ।
ঈদের আনন্দের মতো প্রতিটি দিন মুখরিত হউক আমাদের জীবনে।
ভালো কাটুক সবার ঈদ এই প্রত্যাশা করি।
Leave a Reply