পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৬ নং ওয়ার্ডবাসী সহ দেশ বিদেশের সকলকে ঈদুল আজহা”র শুভেচ্ছা জানিয়েছেন তরুণ সমাজসেবক, হ্যাল্পিং হ্যান্ডস চ্যারিটি চৌকিদেখী সিলেটের প্রতিষ্টাতা সভাপতি বিমল দেবনাথ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুক আজহা।ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে পালিত হউক এই আনন্দময় দিনটি।কুরবানির পশু জবাই এ পাশাপাশি মনের পশুকে জবাই করা হউক সকলের ব্রত।
ঈদের আনন্দ ছড়িয়ে যাক সকলের ঘরে ঘরে,পারস্পরিক সৌহার্দ্য সম্প্রতি অটুট থাকুক সারাবছর।সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক।
Leave a Reply