১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জসিম বুক হাউস এন্ড প্রকাশনীর উদ্যোগে মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় জনক বঙ্গবন্ধুর আদর্শ সকল স্তরে বাস্তবায়নের লক্ষ্যে শনিবার বিকেল ৪টায় নগরীর আম্বরখানায় এক আলোচনা সভা, বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্ণারের উদ্বোধন করা হয়।
সাংবাদিক শাব্বির আহমদ জালালীর সভাপতিত্বে ও সৈয়দ মোস্তাফিজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মহানগর আওয়ামী লীগ নেতা প্রিন্স সদরুজ্জামান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জসিম বুক হাউস এন্ড প্রকাশনীর পরিচালক জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আম্বরখানা বাজার কমিটির সাধারণ সম্পাদক গুলজার আহমদ, ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাকারিয়া হোসেন সাকির, কবি রুকশানা, ছয়ফুল আলম পারুল, আব্দুল কাদির জীবন, মঞ্জুর মোহাম্মদ, ছাত্রলীগ নেতা অকিল আহমদ, কবি মিমি আহমদ, কবি মাসুমা তফি একা, সাব্বির আহমদ অপু, শাহীন আলম, জিয়াউর রহমান জিয়া, জাহাঙ্গীর আলম, রুবিনা আক্তার রুবি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মুহিবুর রহমান।
Leave a Reply