নোঙরটিভি:: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান’র মৃত্যুতে সাবেক পৌর কমিশনারদের উদ্যোগে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও সাবেক কাউন্সিলর আব্দুল কাউয়ুম জালালী পংকী সভাপতিত্বে এবং সাবেক কাউন্সিলর হমায়ুন কবির শাহীনের পরিচালনায় গতকাল বিকেল ৫ টায় সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকীর বাসভবনে অনুষ্টিত শোক সভায় বক্তব্য রাখেন সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের দীর্ঘদিনের সহকর্মী সাবেক পৌর এবং সিটি কাউন্সিলর সাজ্জাদুর রহমান সুজ্জাদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, আবু নসর বকুল, জগদীশ চন্দ্র দাশ, জাহাঙ্গীর আলম, ফারুক আহমদ, কামাল মিয়া, মুজিবুর রহমান শওকত, সিলেট বিভাগ ইলেকট্রনিক টেকনিশিয়ান কল্যাণ সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরুল প্রমুখ।
সাবেক কাউন্সিলর ও পৌর কমিশনারদের উদ্যোগে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল পূর্ববর্তী শোক সভায় স্মৃতিচারণ করতে গিয়ে উপস্থিত সাবেক কাউন্সিলরবৃন্দ বলেন, সাবেক মেয়র বদর উদ্দিন কামরান ছিলেন একজন সৎ এবং সিলেট প্রেমী মেয়র। তিনি নিজ কর্মগুনেই বৃহত্তর সিলেটবাসীর মনে জায়গা করে নিয়েছেন। বদর উদ্দিন আহমদ কামরানের শূন্যস্থান পূরণ হওয়ার নয়। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
Leave a Reply