সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট সাহিত্যানুরাগী সালেহ আহমদ খসরু করোনাক্রান্ত হয়ে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে।
শরীরের অবস্থা একটু খারাপ হলে তাকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন তার ছোট ভাই জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান শাহীন।
এদিকে সদা হাস্যোজ্জল বহুমুখী প্রতিভার অধিকারী সালেহ আহমদ খসরু হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্টের হিড়িক পড়ে যায়। শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্খীগণ সালেহ আহমদ খসরুর সুস্থতা কামনায় স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন।
সালেহ আহমদ খসরু রাজনীতির পাশাপাশি সামাজিক ও সাহিত্য কর্মকান্ডে সদা নিজেকে নিয়োজিত রেখেছেন। তার সুস্থতা কামনা করে সিলেটবাসী সহ সকলের নিকট দোয়া কামনা করেছেন সালেহ আহমদ খসরুর পরিবার।
Leave a Reply