1. support@nongartv.com : Nongartv :
  2. regularmd@gmail.com : Suhag Rana : Suhag Rana
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন

সিলেটে অটোরিকশা দিয়ে গরু চুরির চেষ্টায় ২জন আটক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময় বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

সিলেট মহানগরীতে দিন-দুপুরে সিএনজি অটোরিকশায় দিয়ে গরু চুরির চেষ্টা করলো দুই চোর। তবে শেষ রক্ষা হয়নি। চুরির কাজে ব্যবহৃত অটোরিকশাসহ দুই চোরকে আটক করে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট মহানগরীর আখালিয়া সোনালি আবাসিক এলাকার যোগিপাড়ায় এ ঘটনা ঘটে। চোর ও সিএনজি অটোরিকশাকে পরে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও যোগিপাড়ার মাঠে গরুর পাল ঘাস খাচ্ছিলো। দুপুর সাড়ে ১২টার দিকে এ মাঠ থেকে একটি গরু সিএনজি অটোরিকশায় তুলে দুই চোর পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় স্থানীয়রা ঘটনাটি দেখে সিএনজি অটোকারিকশাকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে এসএমপির জালালাবাদ থানায় খবর দিলে ঘটনাস্থলে একদল পুলিশ গিয়ে দুই চোর ও সিএনজি অটোকারিকশা থানায় নিয়ে যায়।

জালালাবাদ থানার ডিউটি অফিসার দুই চোর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জালালাবাদ থানা পুলিশ কর্তৃক ১টি গরু সহ ২ জন গরু চোরকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ থানার হাসননগর আলীপাড়া গ্রামের মৃত আব্দুল মুত্তালিব ছেলে ইমরান আহমদ(৪৬), বর্তমানে সিলেট কোতয়ালী থানার মীরবক্সটুলার আজাদি-১৩ এর খলিল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া।

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার কলাউড়া গ্রামের আলী আহমদের ছেলে মো. ইসমাইল আহমদ(২৫), বর্তমানে সিলেট এয়ারপোর্ট থানার ফাজিলচিশত এলাকার ১৮ নং বাসার রাসেল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া।

উদ্ধারকৃত ১টি গরু ও ১টি সিএনজি অটোরিকশা যাহার রেজি. নং-সিলেট-থ-১২-৯১৬৪, জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসএমপি’র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা খাঁন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2020 Nongartv.com . Design & Development by PAPRHI
Theme Customization By Freelancer Zone