কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরীর মেজরটিলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন, অন্যায়ভাবে আটককৃত নেতাকমীর্র মুক্তি এবং দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির সমর্থনে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সিলেট নগরীর মেজরটিলা বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় শিবির নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা দেখা গেছে। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন শিবিরের স্থানীয় দায়িত্বশীল খালিদ বিন এনাম।
এদিকে মিছিল শেষে নগরীর ইসলামপুর এলাকা থেকে শিবিরের ৩ কর্মীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন শাহপরান থানার পরিদর্শক সুমন চৌধুরী।
আটক ৩ জন হচ্ছেন— আলমগীর হোসেন, রেজউল করিম ও আবু তালহা।
শিবিরের স্থানীয় দায়িত্বশীল ৩১ নং ওয়ার্ডের শিবির সভাপতি খালিদ বিন এনাম তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশ ও জাতি ইতিহাসের চরম এক ক্রান্তিকাল অতিবাহিত করছে। জাতির এই কঠিন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষেরর ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রশিবির ঘরে বসে থাকতে পারে না।
তিনি আরও বলেন, অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে এবং অন্যায়ভাবে অটককৃত সকল নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। নাহলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।
বিক্ষোভ মিছিলে শাহপরান থানা ৩১ নং ওয়ার্ডের শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply