1. support@nongartv.com : Nongartv :
  2. regularmd@gmail.com : Suhag Rana : Suhag Rana
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন

ছাতকে বন্যা পরবর্তী করোনা সচেতনতায় ব্লাড সোলজার সোসাইটির সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ

নোঙর টিভি ডেস্ক
  • আপডেটের সময় শুক্রবার, ১০ জুলাই, ২০২০
ছাতকে বন্যা পরবর্তী সময়ে সাধারণ মানুষের মাঝে  করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন ব্লাড সোলজার সোসাইটি।
করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধ ও করোনাকালে মানুষের মনোবল বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে ব্লাড সোলজার সোসাইটি তারই ধারাবাহিকতায় সংগঠনটি সুনামগঞ্জের ছাতক উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার পর  করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে মানুষকে সচেতন করতে জনসচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেছে ।
ব্লাড সোলজার সোসাটির সদস্য আলীনূর আলমের পরিচালনায়   ছাতক উপজেলার  চরমহল্লা গ্রামে  মাস্ক ও লিফলেট বিতরণে কার্যক্রমে  অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন ছাতক উপজেলা যুবলীগ নেতা আমির হোসেন আলী,চরমহল্লা ইউনিয়ন করোনা স্বেচ্ছাসেবক টিম লিডার ওমর আলী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা মাহববুব আলী সুজাত,গোবিন্দগনঞ্জ হক ফ্যাশনের সত্ত্বাধিকারী উসমান আহমদ এমরান,উদয়ন সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্টাতা শিশির মাছুম,ইটালি প্রবাসি আজিম উদ্দীন।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিথ ছিলেন ব্লাড সোলজার সোসাইটির সদস্য মিজান রহমান, নাসিম আহমদ হাসান, ইমন, মইনুল হোসেন,বিলাল আহমদ,ফারহান আলী,রেজা আহমদ সহ প্রমুখ।
উল্লেখ যে বাংলাদেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই ব্লাড সোলজার সোসাইটি সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বিনামূল্যে মাস্ক বিতরন ,সচেতনথা মূলক লিফলেট,হ্যন্ড স্যানিটাইজার বিতরন ও মাইকিং এর মাধ্যমে মানুষকে সচেতনন করার পাশাপাশি বিভিন্ন সচেতনথা মূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2020 Nongartv.com . Design & Development by PAPRHI
Theme Customization By Freelancer Zone